কুমিল্লায় চেকপোস্টে ১৪ ডাকাত আটক

কুমিল্লায় চেকপোস্টে ১৪ ডাকাত আটক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০৯, ১ অক্টোবর ২০২৫

কুমিল্লা জেলা গোয়েন্দা ও দেবিদ্বার থানার যৌথ অভিযানে দুলালসহ ১৪ জন ডাকাত আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে ভিংলাবাড়ি এলাকায় চেকপোস্টে একটি হাইচ গাড়ি থামিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং নগদ অর্থসহ স্বর্ণ ও রুপার গয়না উদ্ধার করা হয়েছে।

দুলালের তথ্য অনুযায়ী নিহতের কাছ থেকে চার জোড়া সোনার কানের দুল, একটি সোনার আংটি, এক জোড়া রুপার নুপুর এবং ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কুমিল্লা, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের নেতা দুলালের বিরুদ্ধে পূর্বে ২৬টি মামলা দায়ের রয়েছে।

পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, ঘটনার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে চক্রটিকে আইনের আওতায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ডাকাতির ঘটনা ঘটেছিল ২৮ সেপ্টেম্বর, লালমাই থানার দুটি স্থানে। গ্রেপ্তারের মাধ্যমে পুলিশ চক্রটির সক্রিয় কার্যক্রম বন্ধ করতে সক্ষম হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement