কথা ছিল ক্যাম্পাসে থাকার, রাজনীতিতে আনল প্রকৃতি

কথা ছিল ক্যাম্পাসে থাকার, রাজনীতিতে আনল প্রকৃতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪৩, ১ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমার জীবন আসলে ভিন্ন পথে চলার কথা ছিল। ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়াশোনা শেষ করে চাকরিজীবন শুরু করার।

কিন্তু ভাগ্য বা প্রকৃতি আমাকে সেখান থেকে টেনে বের করে আপনাদের সামনে দাঁড় করিয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের বাংলা বাজারে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, “আমার কখনো রাজনীতি করার ইচ্ছা ছিল না। হাতিয়ায় নেতৃত্ব দেওয়ারও কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু পরিস্থিতি আর ভাগ্য আজ আমাকে রাজনীতির মাঠে দাঁড় করিয়েছে। ক্যাম্পাসে থাকার কথা থাকলেও এখন আমাকে এখানে এসে কথা বলতে হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “বাংলাদেশে যে রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে তা আসলে ধান্ধাবাজি ও চাঁদাবাজির। এই নেতৃত্ব দেশকে ব্যর্থ রাষ্ট্রের পথে ঠেলে দিয়েছে। যদি তারা দায়িত্বশীল হতো, একে অপরের সঙ্গে হানাহানি না করে সহযোগিতা করত, তাহলে আমাদের রাজনীতির ময়দানে নামতেই হতো না।”

এনসিপির এই নেতা আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা বিশ্বাস করি হিন্দু-মুসলিম সবাই সমানভাবে এ দেশের নাগরিক। মুসলিমরা যেমন নিরাপদে মসজিদে নামাজ আদায় করেন, তেমনি হিন্দু সম্প্রদায়কেও তাদের পূজা-উৎসবে নিশ্চিন্ত থাকতে হবে। এখানে সংখ্যালঘু বলে কোনো ভেদাভেদ নেই—আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। এলাকার উন্নয়ন কাজ থেকে শুরু করে সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে আমি আপনাদের পাশে থাকব।”

এ সময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ ও তানভীর শরীফ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ স্থানীয় অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement