আফগানিস্তান সিরিজে ব্যাটিং ঘাটতি কাটাতে চান জাকের

আফগানিস্তান সিরিজে ব্যাটিং ঘাটতি কাটাতে চান জাকের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৩, ১ অক্টোবর ২০২৫

এশিয়া কাপে শেষ মুহূর্তে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। তবে সেই হতাশার গ্লানি পেছনে ফেলে আবারও নতুন চ্যালেঞ্জে মাঠে নামতে চলেছে টাইগাররা। প্রতিপক্ষ এবার শক্তিশালী আফগানিস্তান।

তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক জাকের আলী। নতুন দায়িত্বে তিনি তাকিয়ে আছেন একেবারেই নতুন শুরুর দিকে।

আফগানিস্তান মানেই স্পিনের তাণ্ডব। রশিদ খান, নুর আহমেদ, মোহাম্মদ গজনফর—এদের আক্রমণ সামলানো সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে জাকের আলীর দৃষ্টি প্রতিপক্ষকে নয়, বরং নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার দিকেই, বিশেষ করে ব্যাটিংয়ে।

তিনি বলেন, ‘মূল চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট দিনে ভালো খেলা। আগের সিরিজে আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। তাই এবার পরিকল্পনা হলো ব্যাটিং ইউনিট হিসেবে দায়িত্ব নেওয়া। এশিয়া কাপে আমরা সবচেয়ে বেশি হেরেছি ব্যাটিং ব্যর্থতায়, তাই সেটা কাটিয়েই এগোতে চাই।’

এশিয়া কাপে বাংলাদেশি টপ অর্ডারের ব্যর্থতা ছিল স্পষ্ট। চার ইনিংসে মাত্র ৪০ রান করতে পেরেছিলেন পারভেজ হোসেন ইমন, পেয়েছেন দুইবার শূন্য রানের লজ্জা। তানজিদ হাসান তামিম পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৬৭ রান, গড় মাত্র ১৩। এর সঙ্গে অধিনায়ক লিটন দাসের চোটে পড়া দলকে আরও দুর্বল করেছিল। তবে আশার আলো জ্বালাচ্ছেন সাইফ হাসান, যিনি দুর্দান্ত ফর্মে আছেন। তাকে নিয়েই ভরসা রাখছেন অধিনায়ক।

জাকেরের ভাষায়, ‘সাইফ খুব ভালো করছে। আশা করি এই সিরিজেও সে রান করবে। পাশাপাশি অন্য ব্যাটাররাও এগিয়ে এলে ম্যাচ আমাদের পক্ষে যাবে।’

বাংলাদেশ-আফগানিস্তান মানেই সমানে-সমান লড়াই। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সেটি বলাই যায়। তবে মূল প্রশ্ন থেকে যাচ্ছে—ব্যাটিং ব্যর্থতার ছায়া কাটিয়ে টাইগাররা কি সত্যিই এক নতুন সূচনা করতে পারবে?

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement