গৌতম আদানিকে পেছনে ফেলে শীর্ষে মুকেশ

গৌতম আদানিকে পেছনে ফেলে শীর্ষে মুকেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১১, ১ অক্টোবর ২০২৫

গৌতম আদানিকে পেছনে ফেলে ফের ভারতের শীর্ষ ধনীর আসনে ফিরে এসেছেন রিলায়ান্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এর ফলে তালিকার দ্বিতীয় অবস্থানে চলে গেছেন আদানি গ্রুপের কর্ণধর।

কয়েক মাস আগে ছেলের জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠান দিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, এই সব খরচের মাঝেও মুকেশের সম্পদের পরিমাণে কোনো প্রভাব পড়েনি। বরং তার সম্পদ হু-হু করে বেড়ে আবারও সকলকে ছাড়িয়ে গেছে।

বুধবার (১ অক্টোবর) M3M হুরুন ইন্ডিয়ার ধনী তালিকা ২০২৫ প্রকাশিত হয়েছে, যেখানে এই তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকার তথ্য অনুযায়ী, আম্বানি পরিবারের মোট সম্পদ দাঁড়িয়েছে ৯.৫ লক্ষ কোটি রুপির, যা তাদের পুনরায় শীর্ষ ধনীর তকমা দিয়েছে। অন্যদিকে, গৌতম আদানির সম্পদ রয়েছে ৮ লক্ষ কোটি রুপির কিছু বেশি।

২০২৪ সালে মুকেশকে পেছনে ফেলে শীর্ষে উঠে যান গৌতম আদানি, যিনি তখন মোট সম্পদ হিসাবে জানিয়েছিলেন ১১.৬ লক্ষ কোটি রুপি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement