তামিম ও সহযোগীদের ফিক্সিং প্রচেষ্টা রুখে দিয়েছে বোর্ড

তামিম ও সহযোগীদের ফিক্সিং প্রচেষ্টা রুখে দিয়েছে বোর্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৬, ২ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। আজ সকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকরা একাধিক মনোনয়ন প্রত্যাহার করেছেন।

তাদের অভিযোগ, নির্বাচনে সরকারের হস্তক্ষেপ চলছে। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি হিসেবে উড়িয়ে দিয়েছেন।

একটি জাতীয় গণমাধ্যমকে আজ তিনি বলেন, “ফিক্সিং করার চেষ্টা হয়েছে, কিন্তু তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন। সভাপতি ও সেক্রেটারির পক্ষ থেকে কাউন্সিলর নিয়োগের জন্য কোনো হুমকি দেওয়া হয়নি, ডিসিদের কোনো ধরনের চাপ দেওয়া হয়নি—এসব কথাই সত্য নয়। ইলেকশন ফিক্স করতে তারা ব্যর্থ হয়েছেন।”

আসিফ আরও জানান, “কেউ বিরাট কোহলির কাছে অভিযোগ জানিয়েছে, যা পরে তিনি গৌতম গম্ভীর বা অন্যদের সঙ্গে ভাগ করেছেন। এমন অভিযোগ কোনোভাবেই দেশের জন্য গ্রহণযোগ্য নয়।”

সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তুলনা করা হলে তিনি বললেন, “পাপন ভাইয়ের সময় ডিসট্রিক্ট-ডিভিশন থেকে যে কাউন্সিলর আসত, তারা রাজনৈতিক প্রভাবিত হতো। কিন্তু এখন আমরা ক্রীড়া সংগঠক ও অভিজ্ঞদের নিয়োগ দিচ্ছি। রাজ্জাক রাজ ভাই আমার ব্যক্তিগত সহকর্মী নন; গত এক বছর আগে বোর্ডে কাজ করার সময় আমার তার সঙ্গে দেখা হয়েছিল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement