উমামা ফাতেমা: শিক্ষার্থীদের উপস্থিতি তৃপ্তিকর, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী

উমামা ফাতেমা: শিক্ষার্থীদের উপস্থিতি তৃপ্তিকর, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা জানিয়েছেন, নির্বাচনের এই মুহূর্ত পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

তিনি আশা প্রকাশ করেছেন, আজ প্রায় ৩০ হাজার ভোট কাস্ট হতে পারে। জয়ের ব্যাপারে নিজের যথেষ্ট আত্মবিশ্বাসও ব্যক্ত করেছেন উমামা। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। নারী ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি। এ পর্যন্ত পুরো পরিস্থিতি আমার কাছে সন্তোষজনক।”

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা ফাতেমা এসব কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, “কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ভোটকেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন। এই সময় নির্বাচন কমিশনও নীরব রয়েছে। আশা করছি, কমিশন সময়মতো ব্যবস্থা নেবে। আমাদের প্রত্যাশা ফ্রি এবং ফেয়ার নির্বাচন হোক।”

উমামা ফাতেমা জানান, “একই কেন্দ্রে আমাদের পুলিং এজেন্ট থাকা সত্ত্বেও অন্য কোথাও পাঠানো হয়েছে। এতে আমাদের এজেন্টদের কাজে ব্যাঘাত ঘটছে। আশা করি, এই সমস্যা দ্রুত সমাধান হবে।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement