রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে উত্তোলনের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মূল নির্দেশদাতা আব্দুল লতিফ মোল্লা (৩৫)কে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার লতিফ মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দির মাওলানা বাহাউদ্দিনের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত আরও একজন, মন্ডল রঞ্জু (২৯), গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার বিল্লাল মন্ডলের ছেলে,কে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার আসামি অপু কাজীর দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে এই লতিফ মোল্লার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তার নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। অভিযানের মাধ্যমে তাকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, লতিফ মোল্লা নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা, অগ্নিসংযোগ, চুরি, জখম, হত্যা এবং কবর থেকে মরদেহ উত্তোলন করে পোড়ানোর মামলার মূল আসামি। এই মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতের দিকে গোয়ালন্দ ঘাট থানায় নুরাল পাগলার ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা ৩,৫০০ থেকে ৪,০০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।