লক্ষ্মীপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবি: বিজনেস ডেইলি

লক্ষ্মীপুর প্রতিনিধি

Published : ১৫:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে মধ্যে-বয়সী অজ্ঞাত এক নারীর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হয়েছে ৩-৪দিন পূর্বের লাশ,এজন্য পচন ধরছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে  লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন, রায়পুর থানার (ওসি) তদন্ত মো. আব্দুল মান্না।

এর-আগে, সকালে রায়পুর উপজেলা ৪ নং সোনাপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) নতুন চৌকিদার বাড়ির পুকুরে ওই অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেন স্থানীয়বাসী।

ওসি তদন্ত মো. আব্দুল মান্না জানান, লাশটি অজ্ঞাত এবং অর্ধগলিত। পরিচয় শনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে। নারীর পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement