ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোট চলাকালীন পূর্বে ক্রস দেওয়া ব্যালট পেপারের অভিযোগ করেছেন উমামা ফাতেমা প্যানেলের সহ-সভাপতি প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা। অভিযোগের সময় সকাল সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে।
রূপাইয়া শ্রেষ্ঠার দাবি, তার পরিচিত এক ভোটার বুথে গিয়ে দেখেন যে সেখানে ইতিমধ্যে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া হয়ে গেছে। এই বিষয়ে টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এবং ডাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. নাসরিন সুলতানা জানান, “ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশের পর এমন অভিযোগ জানানোর সুযোগ নেই। তবে আমরা অভিযোগ পাওয়ার পর সব ব্যালট পেপার চেক করেছি, কোথাও কোনো অসঙ্গতি পাইনি। অভিযোগকারীকে নতুন ব্যালট পেপার দেওয়া হয়েছে।”
ড. নাসরিন সুলতানা আরও বলেন, “এ পর্যন্ত মোট ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এই ধরনের অভিযোগ হয়তো ভোটের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা, অথবা শিক্ষার্থী নিজেই ভুল করে থাকতে পারে।”
রোকেয়া হলের রিটার্নিং অফিসার রুমানা পারভীন এনি বলেন, “তিনি আমার কাছ থেকে ব্যালট পেপার সংগ্রহ করেছেন এবং কিছুক্ষণ পর ফিরে এসে অভিযোগ করেছেন। আমরা সব ব্যালট পেপার চেক করেছি, কোনো সমস্যা খুঁজে পাইনি। পরে নতুন ব্যালট পেপার দেওয়া হয়েছে এবং ঘটনার যথাযথ তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীরা বিভ্রান্ত হবেন না।”
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের সহ-সভাপতি প্রার্থী আবিদুল ইসলাম খান। এক পর্যায়ে তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে পড়েন। রিটার্নিং কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, পরিস্থিতি সিসিটিভি ফুটেজের মাধ্যমে খতিয়ে দেখা হবে এবং কোনো ধরনের অনিয়ম হলে তা যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন শিক্ষার্থীদেরকে শান্ত এবং সুষ্ঠুভাবে ভোট প্রদানের আহ্বান জানাচ্ছে, যাতে ভোটাররা বিভ্রান্ত না হন এবং ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারেন।