আবিদুল ইসলাম: কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন হয়নি

আবিদুল ইসলাম: কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন হয়নি ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩০, ৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম ইসলাম বলেছেন, আমরা আশা করেছিলাম একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন হবে। তবে সেই কাঙ্ক্ষিত পরিবেশ আমরা পাইনি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

আবিদুল ইসলাম বলেন, আমরা পোলিং এজেন্টদের যথাযথভাবে কেন্দ্রে পাঠাতে পারিনি। অন্যদিকে, জামায়াত-শিবির তাদের নেতাদের দিয়ে বিভিন্ন কেন্দ্রে প্রায় পূর্ণ সংখ্যায় উপস্থিত করেছে।

তিনি আরও অভিযোগ করেন, ঢাবি ডাকসু ও হল সংসদ নির্বাচনে কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে। তিনি বলেন, “নেগেটিভিটি তৈরি হয়েছে। দুপুরের পর থেকে আমরা একাধিক কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও অমর একুশে হলের কেন্দ্রে গিয়েছি এবং প্রমাণও পেয়েছি। আমি বিষয়টি প্রার্থীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করেছি। তারা স্বীকার করেছে যে, কিছু ঘটনা ঘটেছে। রোকেয়া হলেও একই অবস্থা লক্ষ্য করা গেছে।”

আবিদুল ইসলাম ভোটের পরিবেশ স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হওয়ার জন্য প্রশাসনের আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement