ডাকসু নির্বাচন: বিচলিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান পিনাকী ভট্টাচার্য

Published : ১৬:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৫
লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলেছেন এই মুহূর্তে বিচলিত হওয়ার কিছু নেই। ধৈর্য ধরে সাহসের সঙ্গে শান্তিপূর্ণ প্রতিরোধ চালিয়ে যেতে হবে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকতে হবে। হারুপার্টিগুলোর সঙ্গে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিরেক্টর মিলিটারী ইন্টেলিজেন্স) অব্যাহত যোগাযোগ রয়েছে। এতে করে যারা পরাজয়ের আশঙ্কায় ভীত, তারা বাম ও ডান দুই পক্ষ একত্রিত হয়ে পড়ছে। তারা ‘রাজাকার’ এবং ‘পাকিস্তান-বিরোধী’ স্লোগান তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচিত কৌশল—মেরুকরণ রাজনীতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চাইছে।
তিনি আরও বলেন, আতঙ্কিত হবার কারণ নেই। প্রতিটি বুথেই সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেখানে সকল ষড়যন্ত্র ও অনিয়মের চিত্র সংরক্ষিত হবে। তাই ধৈর্য রাখুন এবং সাহস নিয়ে শান্তিপূর্ণ প্রতিরোধ অব্যাহত রাখুন।
BD/AN