ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে কার্জন হলে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০) অচেতন হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মারা যান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি কার্জন হলের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তরিকুল শিবলী ঢাকা মিডিয়ায় দীর্ঘদিন দায়িত্বশীলভাবে কাজ করেছেন এবং স্থানীয় ও জাতীয় খবর সংগ্রহে পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যু সংবাদকর্মী মহলে শোকের ছায়া ফেলেছে।