হেলিকপ্টারের মাধ্যমে নেপাল ছাড়লেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টারের মাধ্যমে নেপাল ছাড়লেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৫

জেন-জিদের ডাকে সারা দিয়ে রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। পরে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন তিনি। বিষয়টি অলির ঘনিষ্ঠ সহকারী প্রকাশ সিলওয়াল নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে দুর্নীতিবিরোধী আন্দোলন দ্বিতীয় দিনে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সহিংসতায় ১৯ জন নিহত হওয়ার পর মঙ্গলবার অলি পদত্যাগ করেন।

জানা যায়, পদত্যাগের আগে অলি সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনে কথা বলেন। নিরাপদে দেশ ছাড়ার জন্য তিনি সেনাবাহিনীর সহায়তা চান। গুঞ্জন উঠেছে, অলি হয়তো দুবাই কিংবা ভারতে আশ্রয় নেবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সেনাপ্রধান জেনারেল সিগদেল প্রধানমন্ত্রী অলিকে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন। তিনি জানান, সেনাবাহিনী কেবল তখনই হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করবে, যখন অলি পদত্যাগ করবেন।

অফিসিয়াল সূত্র বলছে, অলি সেনাপ্রধানকে দেশের ক্রমাবনত পরিস্থিতি সামলাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। জবাবে সিগদেল স্পষ্ট করে দেন, অলি সরে দাঁড়ালেই সেনাবাহিনী দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ মোট ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) শুরু হয় বিক্ষোভ। প্রথমে শান্তিপূর্ণ মিছিল থাকলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন রাজধানী কাঠমান্ডুতে কারফিউ জারি করে।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement