দীর্ঘ প্রতীক্ষার পর শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসু ভোট- জানা গেলো ফল প্রকাশের সময়

Published : ১৭:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোট কাস্ট শেষ হওয়ার চার ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা চলেছে।
শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষ হবার পর গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশন আশা করছে রাত ১২টার আগে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
কমিশনের প্রাথমিক তথ্যমতে, ডাকসু নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী:
জহুরুল হক হলে মোট ভোটার ১৯৬৩ জনের মধ্যে ১৬৫৮ জন ভোট দিয়েছেন, যা ৮৩.৪৩ শতাংশ।
এস এম হলে মোট ভোটার ৬৬৫ জনের মধ্যে ৫৫২ জন ভোট দিয়েছেন, যা ৮২.৯৩ শতাংশ।
জগন্নাথ হলে ২২২২ ভোটারের মধ্যে ১৮৩১ জন ভোট দিয়েছেন, ৮২.৪৫ শতাংশ।
রোকেয়া হলে ৫৬৭৬ ভোটারের মধ্যে ৩৯০৭ জন ভোট দিয়েছেন, যা ৬৯ শতাংশ।
নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।
BD/AN