নেপালে ছাত্র-জনতার বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। দেশজুড়ে ‘জেন জি’ নামে পরিচিত কিশোর ও তরুণদের আহ্বানে সরকারের বিরুদ্ধে আন্দোলন ক্রমশ তীব্র হয়ে উঠেছে।
দুর্নীতিবিরোধী এই বিক্ষোভ দ্বিতীয় দিনে রাস্তায় ছড়িয়ে পড়ে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে ছাত্র-জনতা সরকারবিরোধী অভিযান চালাচ্ছে। শহরের কিছু অংশে অনির্দিষ্টকালীন কারফিউ জারী থাকলেও বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ কয়েকজন উচ্চপদস্থ নেতার বাড়িতে হামলা চালিয়েছে।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম পুনরায় চালু করা ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভের আয়োজন করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত ও একশ’ জনের বেশি আহত হয়েছে। এ ঘটনায় নেপাল গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়েছে।