ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড ও হামিরদী বাসস্ট্যান্ডসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা রাস্তায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন।
এরপর সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কও অবরোধের আওতায় নেন তারা।
ফলে তিনটি মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সম্প্রতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এই দুটি ইউনিয়ন ভাঙ্গা থেকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন এবং তারই অংশ হিসেবে মহাসড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন।