শাবিপ্রবির উপাচার্যকে শ্রদ্ধা জানালেন সিলেট জেলা ড. সরওয়ার উদ্দিন চৌধুরী

শাবিপ্রবির উপাচার্যকে শ্রদ্ধা জানালেন সিলেট জেলা ড. সরওয়ার উদ্দিন চৌধুরী ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরীর প্রশংসা করেছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে কিশোরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্যের প্রতি তার গভীর শ্রদ্ধা ও প্রশংসা জানান।

জেলা প্রশাসক সারওয়ার আলম অনুষ্ঠানে বলেন, “শাবিপ্রবির উপাচার্য স্যার শুধু একজন মর্যাদাশীল ব্যক্তি নন, তিনি একজন মেধাবী ও নিবেদিত গবেষকও। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন তাকে গভীর রাত পর্যন্ত ল্যাবে গবেষণা করতে দেখতাম। কার্জন হলে হাতে গোনা কয়েকজন গবেষক ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন স্যার। উপাচার্য হিসেবে তাকে পাওয়া সত্যিই বিশ্ববিদ্যালয়ের জন্য সৌভাগ্যের বিষয়।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. সরওয়ার উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা পড়াশোনায় মনোযোগী হবে, সিজিপিএ ভালো রাখার চেষ্টা করবে। টিউশনের দিকে কখনো অযথা ঝুঁকবে না। টিউশন এক ধরনের লোভের মতো কাজ করে; যখন টাকা আসে তখন বেশি টিউশন করতে মন চায়। এটি কখনো করা যাবে না। কোনো বিষয় না বোঝার ক্ষেত্রে বড় ভাই-বোনদের সাহায্য নেবে। তারা তোমাদের মমতা দেখাবে, আর তোমরা তাদের সম্মান করবে।”

উপাচার্য আরও কিশোরগঞ্জের গুণীজনদের উদ্দেশে বলেন, “আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন, তাহলে তারা পুরোপুরি পড়াশোনায় মন দিতে পারবে। একসময় এ শিক্ষার্থীরাই কিশোরগঞ্জের গর্ব হয়ে উঠবে। আমি আশা করি, আপনারা জেলা থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করবেন।”

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মুজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, ছাতক উপজেলার এসিল্যান্ড সঞ্জয় ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী পানসী গ্রুপের ম্যানেজিং পার্টনার হাজী সালাউদ্দিন, শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মো. শাহীন প্রমুখ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়, পাশাপাশি অতিথিদের ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement