হাদির ওপর হামলাকারীর শেকড় যত গভীরই হোক, উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

হাদির ওপর হামলাকারীর শেকড় যত গভীরই হোক, উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২১, ১৪ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, হামলাকারীর শেকড় যত শক্তিশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে উপড়ে ফেলা হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় বলা যাবে না যে সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না। আমরা এসব ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবেই দেখছি।”

তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও দৃঢ়তার সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বদ্ধপরিকর। যত বাধাই আসুক না কেন, নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের পথেই এগিয়ে যাবে।

হাদির ওপর হামলার বিষয়ে মো. আসাদুজ্জামান বলেন, “যে বা যারাই এই হামলার সঙ্গে জড়িত থাকুক না কেন, আইন তার নিজস্ব গতিতেই চলবে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপর রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement