মা–মেয়েকে কেন হত্যা করা হলো—বলেন আয়েশার স্বামী

মা–মেয়েকে কেন হত্যা করা হলো—বলেন আয়েশার স্বামী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৯, ১১ ডিসেম্বর ২০২৫

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার পেছনের কারণ সম্পর্কে আয়েশার স্বামী রাব্বী জানিয়েছেন, আয়েশা ভেবেছিল কিছু জিনিসপত্র চুরি করতে পারলে সে কোনো আর্থিক সুবিধা পাবে। এই ভাবনা থেকেই সে ল্যাপটপ ও মোবাইল নেওয়ার চেষ্টা করছিল।

রাব্বীর দাবি অনুযায়ী, চুরির সময় গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে ধরে ফেললে হঠাৎ আতঙ্ক ও রাগের বশে আয়েশা হাতে থাকা ছুরি দিয়ে লায়লা আফরোজকে আঘাত করে। এর পরপরই লায়লার কন্যা নাফিসা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে। ঘটনাটি মুহূর্তের মধ্যে নৃশংস রূপ নেয়।

তদন্ত সূত্রে জানা যায়, গত সোমবার সকালে লায়লা আফরোজ (৪৮) এবং নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন আয়েশা বোরকা পরে বাসায় প্রবেশ করেছিলেন এবং হত্যার পর স্কুল পোশাক ও মাস্ক পরে বাসা থেকে বের হয়ে যান।

ঘটনার মাত্র চার দিন আগে আয়েশা ওই বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেছিলেন। পরে পুলিশ মোহাম্মদপুর থানার নয় সদস্যের একটি দল পাঠিয়ে বুধবার দুপুরে নলছিটির কয়ার চর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আয়েশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুরো ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement