ময়মনসিংহে পাঁচতলা ভবন হেলে পড়েছে, আতঙ্কে বাসিন্দারা

ময়মনসিংহে পাঁচতলা ভবন হেলে পড়েছে, আতঙ্কে বাসিন্দারা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৮, ১৪ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহের গুলকিবাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। ওই সময় ভবনটির পাশেই একটি ২০ তলা বেজমেন্টসহ ভবনের পাইলিংয়ের কাজ চলছিল।

হঠাৎ করে ভবনটি একদিকে কাত হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে নিচে নেমে আসেন। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তারা জানান, ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে। ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তার স্বার্থে ভবনটিতে আর কাউকে অবস্থান না করতে অনুরোধ জানানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাঁচতলা ভবনের এক ভাড়াটিয়া জানান, হঠাৎ ভবন হেলে পড়ায় প্রশাসনের নির্দেশে তারা বাসা ছেড়ে দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসবেন বলে তিনি জানান।

হেলে পড়া ভবনের মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন অভিযোগ করে বলেন, বেশ কয়েক মাস ধরে পাশের ডেভেলপার কোম্পানি নির্মাণকাজ চালাচ্ছে। এর কারণেই তাদের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে। ভবনের সামনে ও পাশে ফাটল সৃষ্টি হয়ে ফাঁকা হয়ে গেছে এবং যেকোনো সময় পুরো ভবনটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে।

কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া বলেন, পাশের ২০ তলা ভবনের পাইলিংয়ের কাজ চলার সময়ই পাঁচতলা ভবনটি হেলে পড়ে। পরে নিরাপত্তার কারণে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট ডেভেলপার প্রতিষ্ঠান। গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ বলেন, পাইলিংয়ের কারণে ভবন হেলে পড়েনি; অন্য কোনো কারণেই এটি ঘটেছে। দোষ চাপানো হচ্ছে তাদের ওপর। তবুও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ভবনটি আরও হেলে পড়া রোধে মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement