পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নেভাতে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা কোনো হতাহতের তথ্য এখনো জানা যায়নি বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত তথ্য জানানো হবে বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

































