অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। হাইকমিশন প্রাঙ্গণে টানানো ওই নোটিশে এমন পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০–২৫ জন সমর্থক বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালে তারা বাংলাদেশিদের ভারত ত্যাগের আহ্বান জানান। একই সঙ্গে রোববার শিলিগুঁড়িতে অবস্থিত বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই খবরকে কেন্দ্র করে ঢাকায় ভারতবিরোধী প্রচারণা নতুন করে জোরালো হয়ে ওঠে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






























