ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ।

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ করল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৮, ২২ ডিসেম্বর ২০২৫

ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সোমবার (২২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত কার্যকর করেছে। দূতাবাস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাকে ভারত আশ্রয় দিয়েছে—এ অভিযোগ দীর্ঘদিনের। পাশাপাশি গত দেড় দশক ধরে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের প্রকাশ্য সমর্থন দুই দেশের সম্পর্ককে আরও বিতর্কিত করে তুলেছে। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর থেকেই কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছিল।

এরই মধ্যে গত ১২ ডিসেম্বর রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৮ ডিসেম্বর শহীদ হন তিনি। এই হত্যাকাণ্ডে সারা দেশে ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়।

হাদি হত্যাকাণ্ডের পর ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, হামলাকারী ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। একই সময় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রবাদী হিন্দু সংগঠনের কর্মীরা।

একপর্যায়ে তারা হাইকমিশন কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে এবং বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠে।
এই ঘটনার জেরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে নরেন্দ্র মোদির সরকার।

চরম উত্তেজনার এই প্রেক্ষাপটে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তবে এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement