খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব সিকদারকে গুলি করার ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সম্ভাব্য ঝুঁকি ও সন্দেহভাজনদের চলাচল ঠেকাতে সীমান্তজুড়ে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) থেকে ডগস্কয়ার্ড ব্যবহার করে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তসংলগ্ন এলাকা ছাড়াও জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নতুন করে চেকপোস্ট বসানো হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল দল মাঠে কাজ করছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলির ঘটনার প্রেক্ষিতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অতিরিক্ত ২০টি টহল দল মোতায়েন করা হয়েছে এবং ১০টি নতুন চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। তিনি বর্তমানে এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের নেতৃত্বে রয়েছেন। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তৎপরতা জোরদার করেছে।
































