শয়তানের নিঃশ্বাস দিয়ে ছিনতাই, চক্রের শিকার ফিরোজা

শয়তানের নিঃশ্বাস দিয়ে ছিনতাই, চক্রের শিকার ফিরোজা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৬, ২২ ডিসেম্বর ২০২৫

পাথরঘাটায় নারীদের লক্ষ্য করে তথাকথিত ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহারকারী একটি প্রতারক চক্র দিন দিন আরও সক্রিয় হয়ে উঠছে। সম্প্রতি উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের চাপরাশি বাড়ি এলাকার বাসিন্দা ফিরোজা নামের এক নারী এই চক্রের শিকার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজা ব্র্যাক ব্যাংক থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার সঙ্গে কথোপকথনে জড়ায়। এর পর কীভাবে তার কাছ থেকে নগদ অর্থ, কানের দুলসহ অন্যান্য মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়া হয়, সে বিষয়ে তিনি নিজেও স্পষ্ট কিছু বলতে পারেননি।

ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় তিনি স্বাভাবিক ছিলেন না এবং পরে বুঝতে পারেন তার সঙ্গে প্রতারণা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতারক চক্রটি নারীদের বিভ্রান্ত বা অসচেতন করতে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত কোনো কৌশল ব্যবহার করছে।

এদিকে, এলাকায় এ ধরনের ঘটনার সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা সবাইকে অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু মনে হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement