রাজধানীতে ফের সোনার দোকানে ভয়ংকর চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র এই ঘটনায় প্রায় ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা ও নগদ প্রায় ৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
দোকানটির মালিক মাসুদ রানা গণমাধ্যমকে জানান, রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরদিন সকাল ১০টার দিকে দোকান খুলতে এসে দেখতে পান কেচি গেট ও শাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখেন দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ সব সোনা ও রুপা উধাও।
তিনি আরও জানান, দোকানে তার নিজের প্রায় ৫০ ভরি সোনা এবং বন্ধক রাখা আরও ২০ ভরি সোনা ছিল। পাশাপাশি প্রায় ৬০০ ভরি রুপা, সোনা কেনাবেচার গুরুত্বপূর্ণ রসিদ এবং নগদ চার লাখ টাকাও চুরি হয়েছে। তার হিসাবে, চুরি যাওয়া ৭০ ভরি সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৩টা ২১ মিনিটের দিকে কয়েকজন চোর দোকানের ভেতরে প্রবেশ করে গ্লাস ভেঙে সিন্দুক বের করে নেয়। তারা কিছু সময় দোকানের ভেতর অবস্থান করে এবং পরে একটি পিকআপ ভ্যানে করে সিন্দুকসহ সোনা ও রুপা নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। একাধিক টিম গঠন করে চোরচক্র শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


































