ভেজাল মদ ও কুশ ল্যাব: ঢাকায় বড় অভিযান

ভেজাল মদ ও কুশ ল্যাব: ঢাকায় বড় অভিযান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৯, ৮ জানুয়ারি ২০২৬

রাজধানী ঢাকায় ভেজাল মাদক উৎপাদনের একটি বিস্তৃত চক্রের সন্ধান পেয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পৃথক অভিযানে ভেজাল মদের একটি কারখানা ও গাঁজা সদৃশ মাদক ‘কুশ’ উৎপাদনের একটি ল্যাব শনাক্ত করা হয়েছে। এসব অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কর্মকর্তারা চমকে যান। আবাসিক ভবনের ওই ফ্ল্যাটের বাথরুম, বেডরুমসহ বিভিন্ন কক্ষে মদ তৈরির নানা ধরনের বিশেষ যন্ত্রপাতি ও উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা দেখে সেখানে একটি পূর্ণাঙ্গ ভেজাল মদ তৈরির কারখানা পরিচালনার বিষয়টি স্পষ্ট হয়।

অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৩২ লিটার বিভিন্ন ধরনের কেমিক্যাল, ৭৯ বোতল মদ এবং ১৬৬ ক্যান বিয়ার জব্দ করে। সংস্থাটির পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ জানান, চক্রটি বিদেশি ব্র্যান্ডের বোতল সংগ্রহ করে সেগুলোতে ভেজাল মদ ভরে বাজারে সরবরাহ করত। এভাবে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপজ্জনক মাদক বাজারজাত করা হচ্ছিল।

এদিকে, এর আগে গত ৩ জানুয়ারি বিদেশগামী একটি পার্সেল থেকে ইয়াবা জব্দের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে গাঁজা সদৃশ মাদক কুশ উৎপাদনের একটি ল্যাবের সন্ধান পাওয়া যায়। ল্যাব থেকে কুশের বীজ, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হলেও ল্যাবটির মূলহোতা তৌসিফ বর্তমানে দেশের বাইরে পলাতক রয়েছেন।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা ও ভাটারা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। অবৈধ মাদক উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement