গণভবনের সামনে পাইপে ছিদ্র, গ্যাস সংকটে রাজধানীর যেসব এলাকা

গণভবনের সামনে পাইপে ছিদ্র, গ্যাস সংকটে রাজধানীর যেসব এলাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৯, ১০ জানুয়ারি ২০২৬

গণভবনের সামনের একটি গ্যাস পাইপলাইনে চার ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। মেরামত কাজ পরিচালনার সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিতরণ লাইনের ভালভ বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এতে জানানো হয়, জরুরি ভিত্তিতে লিকেজ মেরামতের কাজ চলমান রয়েছে। এ কারণে গ্রাহকদের যে সাময়িক ভোগান্তি হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কম থাকবে। মেরামত সম্পন্ন হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে একটি মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে গ্যাসের প্রধান লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার ফলে ঢাকা মহানগরীতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়, যার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement