বাড্ডায় সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা একটি সড়ক অবরোধ কর্মসূচি চালান।
তারা লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার দাবি নিয়ে এ কর্মসূচিতে নেমেছেন। অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ থেমে গেছে, যা সাধারণ মানুষ ও যাত্রীদের চলাচলে ব্যাপক অস্বস্তি সৃষ্টি করেছে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, চালকরা একটি নির্দিষ্ট দাবি নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ এলাকার মেট্রোরেলের কাজ চলার কারণে ইতিমধ্যেই যানজট ছিল।
এখন এই সড়ক অবরোধের ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং চেষ্টা করছে, চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হোক।
চালকরা জানিয়েছেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা আন্দোলন আরও জোরদার করবেন।
অবরোধের ফলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী ও পরিবহন সেক্টরের মানুষের যাতায়াত এবং কর্মক্ষেত্রে যাওয়া কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতি এলাকায় দীর্ঘ সময়ের জন্য ভোগান্তি সৃষ্টি করেছে।

































