রাজধানীতে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানা গেছে

রাজধানীতে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানা গেছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪১, ১৮ জানুয়ারি ২০২৬

রাজধানীতে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে হাতিরঝিল থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নারীর নাম শম্পা আক্তার (২৬)। তিনি তার স্বামী সুমন মিয়ার সঙ্গে বড় মগবাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজোয়ান বাবু গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ সকালে বড় মগবাজারের একটি সাততলা ভবনের ছয়তলার একটি কক্ষ থেকে ওই নারীর ঝুলন্ত অবস্থায় অচেতন দেহ উদ্ধার করে। পরিবারের সহযোগিতায় তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি ফাঁস দেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement