এবার ট্রাম্পকেও ছাড়িয়ে গেলেন তারেক রহমান

এবার ট্রাম্পকেও ছাড়িয়ে গেলেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪০, ১৮ জানুয়ারি ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্ল্যাড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩তম।

এ তালিকায় স্থান পাওয়ার মাধ্যমে ফেসবুকে আলোচনার দিক থেকে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেছেন বলে দাবি করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

সোশ্যাল ব্ল্যাডের তালিকা অনুযায়ী, ফেসবুকে কনটেন্ট প্রকাশের সংখ্যা ও সেগুলো ঘিরে আলোচনার মাত্রা বিবেচনায় তারেক রহমানের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের ওপরে রয়েছে। অর্থাৎ ফেসবুকে কনটেন্ট ঘিরে সম্পৃক্ততা ও সক্রিয়তার বিচারে তিনি ট্রাম্পের চেয়েও এগিয়ে।

সোশ্যাল মিডিয়া বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম সোশ্যাল ব্ল্যাডের তথ্যে দেখা যায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে মোট লাইক রয়েছে ৫৫ লাখ ৭৬ হাজার ৭৭৬টি। পাশাপাশি ‘টকিং অ্যাবাউট’ বা এনগেজমেন্ট সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৮ হাজার ৯৭২।

এই পারফরম্যান্সের ভিত্তিতে সোশ্যাল ব্ল্যাডের সামগ্রিক র‌্যাঙ্কিংয়ে তারেক রহমানের অবস্থান ৪২তম, যেখানে তার ফেসবুক পেজটি পেয়েছে ‘এ++’ গ্রেড। সর্বশেষ ১৪ দিনে তার পেজে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে। প্রতিদিন গড়ে লাইক বৃদ্ধির হার ৩৯ হাজারেরও বেশি বলে জানানো হয়। ফেসবুকে নিয়মিত কনটেন্ট প্রকাশ ও ব্যাপক আলোচনার কারণে তারেক রহমানের পেজটি বর্তমানে বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল ব্ল্যাডের ব্যাখ্যা অনুযায়ী, যেসব ব্যক্তি বা পেজকে কেন্দ্র করে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়, তাদেরই ‘কনটেন্ট ক্রিয়েটর’ হিসেবে গণ্য করা হয়। সেই বিবেচনায় তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement