মুসাব্বিরকে হত্যা করা হয় যার নির্দেশে , জানালো ডিবি

মুসাব্বিরকে হত্যা করা হয় যার নির্দেশে , জানালো ডিবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৪, ২৪ জানুয়ারি ২০২৬

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে চাঁদাবাজি ও দখলবাণিজ্যকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশ দাদা, ওরফে দিলীপ, নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখলবাণিজ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের জেরে বিদেশে অবস্থানরত দিলীপ মুসাব্বির হত্যা করতে শুটার রহিম ও জিন্নাতকে পাঠান।

মুসাব্বিরকে ৭ জানুয়ারি রাতে তেজগাঁও থানার পশ্চিম তেজতুরী বাজার এলাকায় গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে বাড়ি ফেরার পথে ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে গুলি করেন।

ঘটনাস্থলে থাকা সুফিয়ান ব্যাপারী মাসুদও আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত মাসুদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম (৪২) হত্যার অভিযোগে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশের অভিযান শুরু হয় এবং এই হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) এবং মো. রিয়াজ (৩২)। আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নেয়া হয়েছে।

এই হত্যাকাণ্ড থেকে স্পষ্ট হচ্ছে, ঢাকা মহানগর উত্তরের চাঁদাবাজি ও দখলবাণিজ্যের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী কার্যক্রমের সরাসরি সম্পর্ক রয়েছে। পুলিশ বলেছে, কারওয়ান বাজার কেন্দ্রীকভাবে ৮-৯টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে এবং তাদের মধ্যে সংঘর্ষ ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ন্ত্রণে আন্ডারওয়ার্ল্ডের নেতারা প্রভাবশালী ভূমিকা পালন করে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement