ঢাকা সেনানিবাসের ভবন সাময়িক কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের ভবন সাময়িক কারাগার ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০১, ১৩ অক্টোবর ২০২৫

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়,

ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এম ই এস বিল্ডিং নম্বর-৫৪’-কে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর পেছনের প্রেক্ষাপট হলো, গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় মোট ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই দিনে প্রোসিকিউশন তিন মামলায় ফরমাল চার্জ দাখিল করেছিল।

এরপর গত শনিবার বাংলাদেশ সেনাবাহিনী জানায়, ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, যার মধ্যে ১৪ জন বর্তমান সেনা কর্মকর্তা এবং একজন অবসরপ্রাপ্ত ছুটিতে (এলপিআর) রয়েছেন। সেনাবাহিনীর ভাবনা হলো, বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামিদের সেনা হেফাজতে রাখা হবে। নির্দিষ্ট আদালত তারিখে ট্রাইব্যুনালে হাজির করা হবে, তারপর আবার হেফাজতে নেওয়া হবে।

এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে। তবে কারাগারে কাদের রাখা হবে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সরকার কোনো বাড়িকে সাবজেল বা উপকারাগার ঘোষণা করলে সেখানে মামলার আসামি রাখা যেতে পারে। এর আগেও ২০০৭-০৮ সালে এক-এগারো তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংসদ ভবন এলাকায় দুটি বাড়িকে সাবজেল ঘোষণা করে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাখা হয়েছিল।

সংক্ষেপে, ঢাকা সেনানিবাসের ‘এম ই এস বিল্ডিং ৫৪’ সাময়িকভাবে কারাগার হিসেবে ব্যবহার করা হবে, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের নিরাপদে হেফাজতে রাখা হবে, বিচার শেষ না হওয়া পর্যন্ত।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement