লালমনিরহাটে যুবদলের উদ্যোগে সড়ক সংস্কার
Published : ১৫:১৫, ১৩ অক্টোবর ২০২৫
আকস্মিক বন্যায় লালমনিরহাটের ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছেন জেলা যুবদলের নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে তিস্তার তীরবর্তী মহিষখোচা বাজার থেকে বাহাদুরপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ জরাজীর্ণ সড়ক মেরামত শুরু হয়েছে। এর পাশাপাশি জেলার পাঁচটি উপজেলায় মোট ৭০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে।
নেতাকর্মীরা মাটি, বালু ও ইটের খোয়া ব্যবহার করে গর্তগুলো ভরাট করছেন, যাতে সাধারণ মানুষ দ্রুত এবং স্বচ্ছন্দে চলাচল করতে পারে। শুধু সড়ক সংস্কারই নয়, রাস্তার দুই পাশে আগাছা পরিষ্কার, মাটি সমতল করা এবং বৃক্ষরোপণ কর্মসূচিও তারা হাতে নিয়েছেন।
স্থানীয়রা যুবদলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জানিয়েছেন, এমন তৎপরতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অনেকটাই স্বস্তিদায়ক করবে।
বিডি/এএন































