ইসলাম নারীর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়: ছাত্রশিবির সভাপতি

ইসলাম নারীর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়: ছাত্রশিবির সভাপতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৫, ১৩ অক্টোবর ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলাম নারীর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়। তিনি সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবির আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বপ্ন দেখায়, তাদের লক্ষ্য নির্ধারণে সহায়তা করে এবং সেই স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়, তবে শিবিরের কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন করা তাদের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, শিক্ষক ও অভিভাবকের পরামর্শ গ্রহণ করা যাবে, কিন্তু মূল কাজগুলি শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে সম্পন্ন করতে হবে। ছাত্রশিবির শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে।

শিবির সভাপতি জোর দিয়ে বলেন, ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। ইসলাম নারীর অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং ছাত্রশিবিরও একইভাবে ছাত্রী বোনদের উন্নয়ন ও প্রোমোশন নিশ্চিত করে। একই সঙ্গে, হিন্দু ভাই-বোনদের পাশে ছাত্রশিবির সবসময় ইতিবাচক ভূমিকা রেখে এসেছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, যারা দীর্ঘদিন কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করেছে, খুন-গুম করেছে, ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। শিবির চায় এমন দেশপ্রেমিক তৈরি করতে, যেখানে জুলুম, নির্যাতন বা লুটপাট থাকবে না।

সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা শহর শাখার যৌথ আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং নৈতিক দিকনির্দেশনা বিষয়ক অনুষ্ঠানে ছাত্রশিবিরের নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান।

এতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান মো. মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়নও বক্তব্য রাখেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement