সচিবালয়মুখী শিক্ষক সমাবেশ প্রতিরোধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

Published : ১২:৩২, ১৩ আগস্ট ২০২৫
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এ কর্মসূচি ঠেকাতে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকেই রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা মোড়, শিক্ষা ভবন মোড় ও সচিবালয় লিংক রোডে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা শিক্ষকরা সমবেত হচ্ছেন। অদূরে কদম ফোয়ারা মোড়ে পুলিশের ব্যারিকেড ও উপস্থিতি চোখে পড়ে। শিক্ষা ভবন মোড়ে শতাধিক পুলিশ সদস্য, জলকামান ও এপিসি প্রস্তুত রাখা হয়েছে। সচিবালয় লিংক রোডে পুলিশের দুই সারি ব্যারিকেডের কারণে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই সেখানে বড় মিছিল প্রবেশ করতে দেওয়া হবে না।
জোটের নেতারা বলেন, ২০১৮ সালের দীর্ঘ আন্দোলনের পর সরকার বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও জাতীয়করণের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিলেও প্রজ্ঞাপন জারি হয়নি। এ বছরের বাজেটে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধির ঘোষণা থাকলেও কার্যকর হয়নি।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষাব্যবস্থার মূল চালিকাশক্তি হয়েও বৈষম্যের শিকার। তিনি বলেন, “আমরা ন্যায্য দাবি আদায়ে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করব। প্রজ্ঞাপন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা ও সতর্ক অবস্থান বিরাজ করছে।
BD/AN