ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক ১৪ বাংলাদেশি ফেরত

Published : ১২:০৯, ১৩ আগস্ট ২০২৫
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৫৬-এর কাছাকাছি বসতপুর এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১২টা ২৫ মিনিটে বিজিবি আটককৃতদের হরিপুর থানায় সোপর্দ করে।
পুলিশ জানায়, ১১ আগস্ট বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. মন্টু (৪০), তার স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮) ও দুই ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯), মো. আব্দুর রাজ্জাক (২৪), তার স্ত্রী নাজমিন (২০) ও দুই কন্যা রূকসার (৩) ও রেহেনা (১), মো. আসাদুল (৩৫), তার মা আছিয়া (৫০), স্ত্রী পারুল (৩২) এবং তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) ও আরিফ (৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানি পথ জেলার একটি পাপস ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার সময় সীমান্ত অতিক্রমকালে বিএসএফ তাদের আটক করে।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদ বলেন, প্রক্রিয়াগতভাবে আটক ব্যক্তিদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। হরিপুর থানার ওসি মো. শরিফুল ইসলাম জানান, পাসপোর্ট আইনে মামলা দায়ের করে বুধবার তাদের আদালতে পাঠানো হবে।
BD/AN