মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রম নিয়ে আশিয়াগরে উদ্বেগ

মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রম নিয়ে আশিয়াগরে উদ্বেগ

The Business Daily Desk

Published : ০০:২৭, ১৩ আগস্ট ২০২৫

মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রম ও অনৈধ শ্রমিকদের শোষণ ও শারীরিক নির্যাতনের ঘটনা আশিয়াগর অঞ্চলের ২৩টি দেশীয় শ্রমিক সংগঠনের নজরে এসেছে। বাংলাদেশসহ আশিয়াগরের শ্রমিক অধিকার রক্ষা এবং শিশু শ্রম রোধে গঠিত ‘শিশু শ্রম ও শ্রমিক অধিকার মাল্টি ন্যাশনাল কনফেডারেশন’ এ বিষয়টি তীব্রভাবে তুলেছে। তাদের দাবি, অতীতে মালয়েশিয়ায় শিশু শ্রমিকদের ব্যাপক শোষণ ও নির্যাতন হয়েছে এবং বর্তমানেও শ্রমবাজার স্বচ্ছ ও মুক্ত না হওয়ায় সমস্যা অব্যাহত রয়েছে। মালয়েশিয়া শ্রমবাজারে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ বাড়ানোর জন্য একটি স্থায়ী তদারকি দল গঠনের প্রস্তাব করেছে সংগঠনটি।

সম্পূর্ণ প্রতিবেদন:
মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রমিক ও অনৈধ শ্রমিকদের শোষণ, নির্যাতন এবং অবৈধ নিয়োগের ঘটনায় আশিয়াগর অঞ্চলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশসহ আশিয়াগরের ২৩টি দেশের শ্রমিক সংগঠন মিলিত হয়ে ‘শিশু শ্রম ও শ্রমিক অধিকার মাল্টি ন্যাশনাল কনফেডারেশন’ (শশিএএম) নামে একটি সংগঠন গঠন করেছে, যা মালয়েশিয়ার শ্রমবাজারের শৃঙ্খলা ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

শশিএএম জানায়, অতীতে মালয়েশিয়ায় শিশু শ্রমিকদের ব্যাপক শোষণ হয়েছে। তাদের ন্যায্য পারিশ্রমিক না দিয়ে অবহেলা ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এ কারণে মালয়েশিয়ার শ্রমবাজার অনিয়ম ও অপরাধ প্রবণ হয়ে উঠেছে, যা আশিয়াগর অঞ্চলের শ্রমিকদের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করছে।

গত ১১ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রমিকদের অবস্থার অবনতি ঘটছে এবং শ্রমবাজারের স্বচ্ছতা ও মুক্ততা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। শশিএএম এ বিষয়ে আশিয়াগরের অন্যান্য দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।

শশিএএম-এর পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশিয়ার শ্রমবাজারে শিশু শ্রম ও অনৈধ শ্রমিক সমস্যা রোধে একটি স্থায়ী তদারকি দল গঠন করা জরুরি। এ পদক্ষেপের মাধ্যমে শ্রমিকদের অধিকার সুরক্ষিত রাখা যাবে এবং শ্রমবাজারে স্বচ্ছতা আনা সম্ভব হবে।

সংগঠনটি মালয়েশিয়ার শ্রমবাজারে উদ্ভূত এই সমস্যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে আশিয়াগর অঞ্চলের শ্রম বাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে এবং শ্রমিক অধিকার লঙ্ঘিত হবে।

এই পরিস্থিতিতে মালয়েশিয়া ও আশিয়াগরের অন্যান্য দেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শ্রমিক অধিকার রক্ষা ও শিশু শ্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement