সারজিসের সরাসরি সত্য কথা বলায় মামলা বিএনপির

Published : ২১:৫৯, ১২ আগস্ট ২০২৫
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিএনপির বিরুদ্ধে জোরালো সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিএনপি দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে এবং কোটি কোটি টাকার সাদা পাথর লুট করে যাচ্ছে। দলটি চাঁদাবাজির মাধ্যমে নিজেদের ক্ষমতা স্থায়ী করতে আগ্রহী। তারা শুধুমাত্র যেনতেন নির্বাচন চায় যা দিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। মুফতি ফয়জুল করীম বলেন, ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার ও গ্রেপ্তার, এ নীতিতেই বিএনপি চলছে।’
তিনি এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে বিএনপির মামলা দায়েরের ঘটনাকেও কঠোর ভাষায় সমালোচনা করেন। ‘সত্য কথা বলায় মামলা করা, যা আমাকে হতবাক করেছে। সারজিসদের কারণেই মুক্ত পরিবেশে রাজনীতি সম্ভব হয়েছে’, বলেন তিনি।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি, বরং রাষ্ট্র সংস্কার, অপরাধীদের বিচারের দাবি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের লক্ষ্যে হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দল সংসদে স্থান পাবে, তাই এর বিকল্প নেই।’
গণসমাবেশে ইসলামী আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদার সভাপতিত্ব করেন। অন্য নেতারা বক্তব্য দেন এবং জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মী মিছিলের মাধ্যমে সমাবেশে যোগদান করেন। ভোটের জন্য হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সমাবেশ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
BD/AN