বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য , হাসিনা-ইনুর কথোপকথন ফাঁস

বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য , হাসিনা-ইনুর কথোপকথন ফাঁস

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪১, ১৭ আগস্ট ২০২৫

রোববার ১৭ আগস্ট সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি অডিও প্রকাশিত হয়। এটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। অডিওতে দেখা যায়, হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে বলেন, তার নেওয়া সিদ্ধান্তগুলো “একেবারে সঠিক” এবং আন্দোলন দমন করতে সবাইকে অ্যারেস্টের নির্দেশ দেওয়ার পরামর্শ দেন। এই প্রস্তাবে শেখ হাসিনা একমত প্রকাশ করে বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী।”

অডিওতে ইনু আরও উল্লেখ করেন, ইন্টারনেট পুনরায় চালু করলে সংবাদ পরিবেশন ও মিডিয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শেখ হাসিনা তখন জানান, বর্তমানে এটি সম্ভব নয়, কারণ ইন্টারনেট পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “আমার পক্ষে এখন আর চালু করা সম্ভব নয়; অন্য সরকার এ কাজ করবে।” ইনু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে বলেন, জামায়াত-শিবিরের কার্যক্রম আবারও প্রকাশ্যে এসেছে, তাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি শেখ হাসিনাকে প্রস্তাব দেন, শিবিরের নেতাদের তালিকা প্রস্তুত করে সক্রিয়ভাবে গ্রেপ্তার করা হোক।

এর আগে চলতি বছরের ২৫ জুলাই, শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মধ্যে একটি ফোনালাপ প্রকাশিত হয়। ওই ফোনালাপে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রায় ফাঁকা থাকার তথ্য জানানো হয় এবং পুলিশের তৎপরতা ও ছাত্রলীগের কার্যক্রম নিয়ন্ত্রণের বিষয়টি আলোচিত হয়। উল্লেখযোগ্য, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর পুলিশের সহায়তায় ছাত্রলীগের হামলার পর এই সংলাপের ঘটনা ঘটেছিল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফোনালাপের প্রকাশ রাজনৈতিক স্বচ্ছতা ও তথ্য অধিকার নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। এর ফলে দেশের রাজনৈতিক প্রক্রিয়া, আন্দোলন দমন এবং সরকারের নির্দেশিকাকে কেন্দ্র করে জনগণের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ফলে এই অডিওর মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলমান ঘটনা এবং ক্ষমতা পরিচালনার পদ্ধতি নিয়ে জনমতকে আরও প্রভাবিত করা সম্ভব হয়েছে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement