ঝিগাতলায় যমুনা প্লাজা উদ্বোধন: মানসম্মত ইলেকট্রনিক্স এখন আরও কাছাকাছি

Published : ১৫:২৯, ৩১ আগস্ট ২০২৫
দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সেরা মানের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যমুনা ইলেকট্রনিক্সের পথচলা শুরু হয়েছে। কোটি মানুষের আস্থায় ধন্য এই প্রতিষ্ঠান দেশের অন্যতম জনপ্রিয় ও মানসম্মত ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে পরিচিত।
শনিবার বিকেলে রাজধানীর ঝিগাতলা, ধানমন্ডি ২৩/সি, ড্রিম ওয়ার্ল্ড টাওয়ারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল যমুনা ইলেকট্রনিক্সের ফ্ল্যাগশিপ শোরুম ‘যমুনা প্লাজা’।
শোরুমটি গ্রাহকের দোরগোড়ায় সহজে পণ্য পৌঁছে দিতে পরিকল্পিত। এখান থেকে ক্রেতারা তাদের প্রয়োজন অনুসারে ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রো ওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, জুসার, ইলেকট্রিক কেতলি ও আয়রন, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, গ্যাস স্টোভসহ সব ধরনের হোম এবং কুকিং অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্লাহ সেলিম, যিনি বলেন, “দেশের মানুষের কাছে সহজে বিশ্বমানের যমুনা ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা আজকের এই শুভক্ষণে রূপ নিয়েছে। মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার মাধ্যমে আমরা মানুষের আস্থা অর্জন করেছি। আমাদের লক্ষ্য হলো প্রয়োজনীয় পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের আস্থা ধরে রাখা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মো. রফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার কামরুস সূফী, ম্যানেজার মো. জহিরুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার পার্থ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনের বিশেষ অংশ হিসেবে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড়, ন্যূনতম ডাউন পেমেন্টে ১২ মাসের সহজ কিস্তি সুবিধা এবং জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধাও ঘোষণা করা হয়েছে।
BD/AN