কাঁচামরিচের ট্রাকের আড়ালে এয়ারগান, যশোরে বিজিবির হাতে ফাঁস ভারতীয় চালকরা

কাঁচামরিচের ট্রাকের আড়ালে এয়ারগান, যশোরে বিজিবির হাতে ফাঁস ভারতীয় চালকরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

যশোরের বেনাপোল স্থলবন্দর সংলগ্ন আইসিপি কার্গো ইয়ার্ডে ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচবাহী ট্রাক তল্লাশি করে বিজিবি একটি এয়ার পিস্তল এবং ৯৩টি এয়ারগান উদ্ধার করেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বেনাপোল আইসিপি কার্গোর মেইন গেট থেকে ভারতীয় ট্রাক (সিজি-০৪পিইউ-৫২৮৮) তল্লাশি চালানো হয়। ট্রাকের চালক গুরজীত সালুজা (৩১) ও হেলপার রাম দাস নাওয়াদি (২৪) ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের হাবিলদার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল ট্রাকের তল্লাশি চালিয়ে এয়ার পিস্তল ও ৯৩টি এয়ারগান জব্দ করে। জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, এটি তাদের প্রথমবারের মতো বাংলাদেশে কাঁচামরিচবাহী ট্রাক নিয়ে আসা। নিরাপত্তার কারণে স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তল কিনে এনেছেন তারা।

রিপোর্টে জানা গেছে, কাঁচামরিচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকার শিমু এন্টারপ্রাইজ। সিএন্ডএফ এজেন্ট হিসেবে ছিল ওমর অ্যান্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি, একটি আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের ড্রাইভার বন্দরে পিস্তল বহন করে প্রবেশ করেছেন। পরে তল্লাশি চালিয়ে এয়ার পিস্তল ও গুলি জব্দ করা হয়। মামলা দিয়ে আটক চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement