চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত জরুরি বৈঠকে সিরাজুলকে অব্যাহতি ঘোষণা

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত জরুরি বৈঠকে সিরাজুলকে অব্যাহতি ঘোষণা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩০, ৮ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিকানা দাবি করে বিতর্কিত মন্তব্য করার পর হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত।

রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে এবং জেলা আমির মো. আলা উদ্দিন সিকদারের সভাপতিত্বে জরুরি জেলা কর্মপরিষদ বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সিরাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিরাজুল ইসলামের মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম নিয়ে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার বিক্ষুব্ধ হয়েছে এবং এটি জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই তাকে হাটহাজারী উপজেলা আমিরের দায়িত্ব থেকে সরানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম পরস্পর পরিপূরক এবং ভবিষ্যতেও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

সিরাজুল ইসলাম সম্প্রতি জোবরা গ্রামের গ্রামবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় দাবি করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, "আমরা জমিদার, এবং আমাদের ওপর কেউ হস্তক্ষেপ করলে তা মেনে নেব না। আমাদের সম্মান রাখতে হবে।"

বিতর্কিত মন্তব্যের পর শনিবার রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে ক্ষমা চেয়ে লিখেছেন, বক্তব্যের কিছু অংশ ভুলভাবে উপস্থাপিত হতে পারে। তিনি বলেছেন, "এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।"

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement