ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ অদৃশ্য হয়ে গেছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে সার্চ করে দেখা যায়, তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই বিষয়ে ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদ সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক চলছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছে। অনেক আইডি বারবার লগআউট হচ্ছে। আল্লাহ সহায়।”
অন্যদিকে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী মু. সাজ্জাদ হোসাইন খান গণমাধ্যমকে জানান, “আমাদের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েমের ফেসবুক আইডিতে বারবার সাইবার অ্যাটাক করা হচ্ছে। তাই নিরাপত্তার জন্য আইডিটি ডি-অ্যাকটিভেটেড রাখা হয়েছে।”
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও অভিযোগ করেছেন, ফেসবুক আইডি গায়েব করে দেওয়ার চেষ্টা চলছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “গতকাল রাত থেকে আমার আইডিতে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি ইতিমধ্যেই গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ বা সেন্ট্রাল—যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তাদের আইডিতেও এভাবে রিপোর্ট মারা হচ্ছে। ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মারার কারণে রিচ কমানো হয়েছে। এখন আইডিটিও গায়েব করার চেষ্টা করা হচ্ছে।”
এই ঘটনার পর মনে হচ্ছে, নির্বাচনের আগে ডিজিটাল প্ল্যাটফর্মে চাপ তৈরি করা হচ্ছে এবং একাধিক প্রার্থীর আইডি সাইবার আক্রমণের শিকার হচ্ছে।