নাগরিক সেবার পাশাপাশি বই পড়ার আগ্রহী করতে লক্ষ্মীপুর পৌরসভার ব্যতিক্রমি উদ্যোগ

নাগরিক সেবার পাশাপাশি বই পড়ার আগ্রহী করতে লক্ষ্মীপুর পৌরসভার ব্যতিক্রমি উদ্যোগ ছবি: বিজনেস ডেইলি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৫

‎নাগরিক সেবা গ্রহীতাদের বই প্রেমী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে লক্ষ্মীপুরের পৌরসভা। এ উপলক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

‎‎পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আহমেদ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সনাকে'র সভাপতি জেডএম ফারুকীসহ পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎‎উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “তথ্যসমৃদ্ধ বই দিয়ে এই লাইব্রেরিটি সুন্দরভাবে সাজানো হয়েছে। পৌরবাসী সেবা নিতে এসে লাইব্রেরীতে বসে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। বই পড়ার মাধ্যমে তারা আনন্দের পাশাপাশি জ্ঞানের খোরাকও পাবে।”

‎‎পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “মানুষের মাঝে ইতিবাচক চিন্তা-চেতনা জাগ্রত করতে পারে এমন বই এখানে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় ইতিহাস-ঐতিহ্য, কবিতা, সাহিত্যসহ দেশের সেরা লেখকদের বই সংরক্ষিত হয়েছে। প্রতিধিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেকেউই এখানে বই পড়তে পারবে।”

‎‎এর আগে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পৌর কার্যালয় ঘুরে দেখেন এবং পরে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement