ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, তার ফেসবুক আইডিতে রোববার রাত থেকে ‘প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে’।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে দেওয়া পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, অনেক প্রার্থীর আইডি ইতিমধ্যেই গায়েব করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘হল সংসদ কিংবা সেন্ট্রাল—যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে, তাদের আইডিতে এভাবে রিপোর্ট মারা হচ্ছে।’
উমামা আরও জানান, ডাকসু নির্বাচন শুরু থেকেই তার আইডিতে নিয়মিত রিপোর্টের কারণে রিচ কমানো হয়েছে। এখন আইডিটিও গায়েব করার চেষ্টা চলছে। তিনি এই ঘটনায় দায়ী পক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে সরাসরি ইঙ্গিত দিয়েছেন। উমামা লিখেছেন, ‘আপনারা নেতৃত্বে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে এবং ভিন্নমতের মানুষেরা কীভাবে মত প্রকাশ করতে পারবে, তা আগে থেকেই বোঝা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। এভাবে নোংরামি করে আর ভোটে জয়ী হওয়া সম্ভব নয়।’
এছাড়া, ছাত্রদল–সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামীম এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদীও অভিযোগ করেছেন যে তাদের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদিকে, ছাত্রশিবির–সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমও তার ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন।
আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নির্বাচনের আগে রোববার ছিল প্রচারের শেষ দিন।