চড়থাপ্পড়ের প্রতিশোধে হাতুড়ি দিয়ে ম্যানেজারকে হত্যা

চড়থাপ্পড়ের প্রতিশোধে হাতুড়ি দিয়ে ম্যানেজারকে হত্যা ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪৫, ৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় পেট্রোল পাম্পকে কেন্দ্র করে গড়ে ওঠা বিবাদের পর চড়থাপ্পড়ের ঘটনার প্রতিশোধ হিসেবে শতাব্দী পেট্রোল পাম্পের ম্যানেজার ইকবাল হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে কর্মচারী রাকিবুল ইসলাম রতন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রতনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি, চাকু, স্লাইরেঞ্জ ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন হত্যার বিষয়টি স্বীকার করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানান, গত শনিবার রাতের দিকে বগুড়া শহরের শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঘুমিয়ে থাকা ইকবালের মাথায় রতন একাধিকবার হাতুড়ি দিয়ে আঘাত করে। এরপর নিজের কাছে থাকা স্লাইরেঞ্জ ও চাকু দিয়ে পুনরায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর রতন ক্যাশ ও মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।

ডিবি পুলিশ তথ্য ও প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে রোববার রাতে গাজীপুরের মৌচাক বাসস্ট্যান্ড থেকে রতনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নিহত ইকবালের স্মার্ট মোবাইল ফোন এবং পাম্প থেকে চুরিকৃত নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায়, সে এবং ইকবাল একই পাম্পে চাকরি করতেন। ইকবাল পাম্পের তেল নিয়ে অনিয়ম করায় রতন মালিককে জানায়, এ নিয়ে রতনের ওপর ইকবাল ক্ষিপ্ত হয়ে চড়থাপ্পড় চালায়। প্রতিশোধের প্রেক্ষিতে রতন সুযোগের অপেক্ষায় থাকে এবং একপর্যায়ে ঘুমিয়ে থাকা ইকবালকে নির্মমভাবে হত্যা করে।

বগুড়া সদর থানায় হত্যার এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা, আর আটক রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement