কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড এলাকায় সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এমনভাবে আয়োজিত হয় যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তা শেষ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিছিলের শুরুতে কয়েকশ জন ব্যক্তি মহাসড়কের পশ্চিম পাশে ছত্রভঙ্গ হয়ে অবস্থান নেন। পরে হঠাৎ করে তারা স্লোগান দিতে দিতে মহাসড়কে মিছিল শুরু করেন। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী ছিল, যার মধ্যে অংশগ্রহণকারীরা সরকারের পদত্যাগ দাবিসহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মিছিলকারীরা প্রায় ২০-৩০ মিনিট ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়েন এবং মিছিল শেষ হয়ে যায়।