নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Published : ২২:১৯, ৮ সেপ্টেম্বর ২০২৫
দুর্নীতি আর সোশ্যাল মিডিয়ায় সরকারের কড়াকড়ির বিরুদ্ধে জেনারেশন জেড তরুণদের বিক্ষোভের পর পদ থেকে সরে দাঁড়ালেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বালুওয়াতারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির হাতে পদত্যাগপত্র জমা দেন।
কাঠমান্ডু পোস্টের খবরে জানা যায়, বৈঠকে উপস্থিত একজন মন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে—বিক্ষোভ চলাকালে কাঠমান্ডুতে ১৭ জন এবং ইটাহরিতে আরও দুজন নিহত হওয়ার ঘটনায় নৈতিক দায় স্বীকার করেই লেখক পদত্যাগ করেছেন।
এর আগে দিনের শুরুতে নেপালি কংগ্রেস কার্যালয়ে বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মা তার পদত্যাগ দাবি করেছিলেন।
দেশজুড়ে ফেসবুক, ইউটিউব, এক্সসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ায় সোমবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে পার্লামেন্ট ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অসংখ্য বিক্ষোভকারী আহত হন।
নেপালের তরুণ প্রজন্ম সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম—যার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাটও রয়েছে—নিষিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমে আসে।
BD/AN