মাত্র ৭ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন প্রবাসীর দুই সন্তান

মাত্র ৭ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন প্রবাসীর দুই সন্তান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

মাত্র সাত মাসে কোরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। বাংলাদেশি মাদরাসা থেকে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করে অর্জন করেছেন হাফেজের মর্যাদা। সেই সঙ্গে মাথায় উঠেছে সম্মানজনক পাগড়ি টুপি। স্বপ্ন পূরণের পথে এবার আরব বিশ্বের মিশরে উচ্চতর ইসলামি শিক্ষা দিয়ে মাওলানা বানাতে চান তাদের ইতালি প্রবাসী বাবা।

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা থেকেই এই দুই ভাই আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩) হাফেজ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর মাদরাসা মসজিদে এক আনুষ্ঠানিক আয়োজনে প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম তাদের মাথায় হাফেজি মর্যাদার প্রতীকী পাগড়ি পরিয়ে দেন এবং ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের বাবা, ইতালি প্রবাসী মামুন হাওলাদার, স্থানীয় আলেম ও ধর্মপ্রাণ মানুষ।

আব্দুর রহমান ও আব্দুর রহিম দুজনেই ইতালির নাগরিক। তারা মূলত মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা মামুন হাওলাদার ও তানিয়া হাওলাদার দম্পতির সন্তান। দীর্ঘ ২৩ বছর ধরে মামুন হাওলাদার ইউরোপের দেশ ইতালিতে বসবাস ও কাজ করছেন। সেখানেই জন্ম হয় দুই সন্তানের। জন্মসূত্রে ইতালির নাগরিক হলেও তাদের বাবা ছোটবেলা থেকেই দুই ছেলেকে মাওলানা বানানোর স্বপ্ন বুকে লালন করছিলেন। কিন্তু ইতালিতে কোনো মাদরাসা না থাকায় তিনি সন্তানদের নিয়ে আসেন বাংলাদেশে এবং ভর্তি করান রাজৈরের ঐতিহ্যবাহী বড় মাদরাসা জামিয়া আরাবিয়া দারুল উলূমে।

মাত্র সাত মাসের মধ্যে অদম্য পরিশ্রমে তারা মুখস্থ করে কোরআনের ৩০ পারা। সফলভাবে শেষ করে অর্জন করেন হাফেজি উপাধি।

গর্বিত বাবা মামুন হাওলাদার বলেন, “আমার দুই ছেলে আব্দুর রহমান ও আব্দুর রহিম ইতালিতে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি সবসময় চেয়েছি ওদের বড় আলেম বানাতে। আজ তারা হাফেজ হয়েছে এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। ইনশাআল্লাহ শিগগিরই ওদের ইতালিতে ফিরিয়ে নিয়ে যাব এবং উচ্চশিক্ষার জন্য মিশরে পাঠাব। আমার একমাত্র ইচ্ছা, তারা বড় মাওলানা হয়ে ইসলাম ধর্মের সেবায় আত্মনিয়োগ করবে।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement